আপনি কি জানতে চান শরীরের বা দেহের কোন অংশে টিকটিকি পড়লে কি হয়? এখানে টিকটিকি পড়া নিয়ে বিভিন্ন লক্ষণ ও তার শুভ ও অশুভ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আশা করি আপনি আপনার সকল প্রকার প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন,
আমাদের সমাজে প্রাচীন কাল থেকেই এমন কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে যেগুলো এখনো শুভ ও অশুভ বলে মনে করা হয়, ঘরের বিভিন্ন স্থানে প্রায়শই টিকটিকি দেখা যায়, যখন এই টিকটিকি গায়ের কোনো স্থানে বা অঙ্গে পরে তখন এই টিকটিকির পড়ার পেছনে কি কারণ লুকিয়ে থাকে? এটি ভাগ্যের জন্য শুভ না অশুভ কী বার্তা বয়ে আনে? ছেলেদের এবং মেয়েদের টিকটিকি গায়ে পরার অর্থ ও লক্ষণ এবং দেহে টিকটিকি পড়া কী ধরনের সঙ্কেত নির্দেশ করে সে বিষয়ে সকলেই প্রায় চিন্তিত থাকেন.
Shorire Kothay tiktiki porle ki hoy
প্রথমত দেহের কোনো অংশে টিকটিকি পড়লে যেহেতু এটি একটি বিষাক্ত প্রাণী বলে মনে করা হয় তাই পরিধানরত জমা কাপড় পরিবর্তন করা নেওয়া উচিৎ বা স্নান করে নেওয়া বা ওই অংশকে জল দ্বারা ভালো করে ধুয়ে নেওয়া খুবই জরুরি,
সাধারণত শরীরে বা গায়ের কনো জায়গায় টিকটিকি পড়ার ঘটনা আমাদের মনে ভয় ও ভীতি এবং উদ্বেগ সঞ্চার করে, ছোট বড় সকলেই প্রায় টিকটিকি কে ভয় পায়, আবার এই সরীসৃপ প্রাণী টি কখনো কখনো বিভিন্ন শুভ এবং অশুভ লক্ষণ বার্তা দেয়, এখন আমরা এক এক করে জেনে নেবো শরীরের কোনো অংশে টিকটিকি পড়লে তার কি প্রভাব হয়,
জ্যোতিষশাস্ত্র বিধি অনুযায়ী মনে করা হয় মহিলাদের বাম ভাগ আর পুরুষদের ডান ভাগ শুভ হয়, আর তাই এর উপর ভিত্তি করেই শরীরের কোন অংশে টিকটিকি পড়েছে সে দিক বিবেচনা করে ভালো ও খারাপ দিক গুলো মূল্যায়ন করা হয়ে থাকে,
• মাথায় টিকটিকি পড়লে কী হয়
যদি মাথায় টিকটিকি পরে তাহলে এটি শুভ বলে মনে করা হয়, মাথায় টিকটিকি পড়লে ধন সম্পত্তি লাভের সংকেত নির্দেশ দেয়, মাথার ডান দিক পুরুষের জন্য শুভ আর বাম সাইড মহিলাদের জন্য শুভ, সরকারি কার্যালয়ে সমস্যা থাকলে তা দুর হবে,
• কপালে টিকটিকি পড়লে কি হয়
পুরুষদের ক্ষেত্রে কপালের ডান দিকে এবং মলাদের ক্ষেত্রে কপালের বাম দিকে টিকটিকি পড়লে শুভ বলে মনে করা হয়, ধন সম্পত্তি ঐশ্বর্য্যের প্রাপ্তি ঘটতে পারে, এটি নির্দেশ করে আপনি আপনার কাজে সফলতা প্রাপ্তি করবেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে বিদ্যা ক্ষেত্রে সুফল মিলবে, এবং যদি কোনো প্রকার সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকেন তাহলে সামাজিক সম্মান প্রাপ্তি হবে,
• নাকে টিকটিকি পড়লে কি হয়
সৌভাগ্য অর্জন করার সুযোগ পাওয়া যায় নাকে টিকটিকি পড়লে, ছেলেদের ক্ষেত্রে নাকের সোজাসুজি এবং মেয়েদের ক্ষেত্রে নাকের বাম পাশে, কোনো কার্য সম্পাদনে নিজের ভাগ্য নিজের সাথ দেবে, পূর্বের তুলনায় জীবন আরোও সহজ সরল হবে,
• ঠোঁটে টিকটিকি পড়লে
জ্যোতিষশাস্ত্র মতানুসারে ঠোঁটে টিকটিকি পড়লে অত্যন্ত শুভ লক্ষণ, নিচের ঠোঁটে টিকটিকি পড়লে ধন বৃদ্ধির সম্ভাবনা থাকে, আর উপরের ঠোঁটে পড়লে টাকা পয়সারা অপচয় হতে পরে,
• কানে টিকটিকি পড়লে কী হয়
মায়েদের বাম কানে এবং ছেলেদের ডান কানে টিকটিকি পড়লে আয়ু বৃদ্ধির ও লাভ প্রাপ্তির সংকেত দেয়,
• গালে টিকটিক পড়ার অর্থ
পুরুষের বাম গালে টিকটিকি পড়লে কোনো পুরনো বন্ধুর সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, আর যদি নারীদের ক্ষেত্রে ডান গালে টিকটিকি পরে তবে আয়ু ভালো হওয়ার সংকেত নির্দেশ করে,
• মুখে টিকটিকি পড়লে কি হয় – mukhe tiktiki porle ki hoy
যদি কারোর মুখের উপর টিকটিকি পরে তবে এটি সংকেত দেয় যে নিজের মন পছন্দ খাবার খাওয়ার সুযোগ মিলবে, অনেক দিন ধরে যে খাবারের ইচ্ছা মনে ভাবেন সেই খাবার প্রাপ্তি হতে চলেছে,
• গলায় টিকটিকি পড়ার মানে
শত্রুর বিনাশ বা পুরনো শত্রুতা শেষ হতে চলেছে যদি গলায় টিকটিকি পরে, শত্রুতার ক্ষেত্রে বিজিয় প্রাপ্তির লক্ষণ,
• হাত বা বাহু তে টিকটিকি পড়লে
পুরুষদের ডান বাহুতে টিকটিকি পড়লে মানসম্মান আর স্ত্রীদের ক্ষেত্রে কষ্টকর, একিই ভাবে বাম বাহুতে দিকে টিকটিকি পড়লে ছেলেরে ধন সম্পত্তি বিনাশ আর মেয়েদের সম্মাজনক অবস্থা তৈরি হতে পারে,
• পিঠে টিকটিকি পড়লে কি হয়
নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই পিঠের মাঝামাঝি উপর ভাগে টিকটিকি পড়া খারাপ লক্ষণ নির্দেশ করে, সাংসারিক জীবনে পারিবারিক অশান্তি, ঝগড়া, বাদ বিবাদ, অনটন দেখাদিতে পারে,
বাম পিঠে টিকটিকি পড়লে ছেলেদের জন্য নেতিবাচক হয়, যেমন কোনো রোগ ব্যাধি দেখা দিতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে পিঠের বাম দিকে টিকটিকি পড়লে সুখ লাভের প্রাপ্তি হয়, অপর ভাবে ছেলেদের ডান পিঠে পড়লে সুখ প্রাপ্তি হয় আর স্ত্রীদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে,
• কাঁধে টিকটিকি পড়লে
পুরুষ শরীরের ডান কাঁধে টিকটিকি পড়লে ধন প্রাপ্তি, সফলতা, কাজে প্রচেষ্টার ক্ষেত্রে পূর্ণ্যতা লাভ হয় ও শুভ লক্ষণ বলে মনে করা হয়, মহিলাদের শরীরের ডান কাঁধে টিকটিকি পড়লে অশুভ সংকেত নির্দেশ করে, বাম কাঁধে পড়লে শুভ বলে মনে করা হয়, ছেলেদের বাঁ কাঁধে টিকটিকি পড়লে, পরাজয়, বিরোধীদের শক্তি লাভ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলার ভয় দেখা দেয়,
• ঘাড়ে টিকটিকি পড়লে কি হয়
টিকটিকি যদি ঘাড়ে পড়ে এর অর্থ হল আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, সকলের কাছে আপনার আরও গুরুত্ব বাড়বে.
• কোমরে এর উপর টিকটিকি পড়া
কোমরের উপর টিকটিকি পড়লে নারী হোক বা পুরুষ দুই ক্ষেত্রেই রোগ, ভয়, ও কষ্ট নিয়ে আসতে পারে, এটি নির্দেশ করে যে কোনো প্রকার ব্যাধি ও সমস্যা আপনাকে প্রভাবিত করতে পারে,
• জাং বা থাই এ টিকটিকি পড়ার অর্থ
যদি পুরুষদের ডান জাং এ টিকটিকি পরে তবে ধনহানী হতে পারে, আর নারীদের দেরে ক্ষেতে পুত্র সন্তান লাভের সংকেত দেয়ে,
অপরদিকে যদি কোনো পুরুষের বাম জাং এ টিকটিকি পরে তাহলে সন্তান এর কাছ থেকে কোনো ভালো সংবাদ আসতে পরে, আর মহিলাদের ক্ষেত্রে বাম জাং এ টিকটিকি খারাপ কিছু লক্ষণ দেখা দিতে পারে, আর্থিক দিক থেকে ক্ষতি হতে পারে,
• হাতে টিকটিকি পড়লে
ছেলেদের ডান হাতে টিকটিকি পড়লে ধন প্রাপ্তি হবে, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন ধনহানি সম্ভবনা রয়েছে, আবার যদি ছেলেদের বা হতে টিকটিকি পড়ে তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে আর উল্টো দিকে যদি মেয়েদের বা হতে পড়লে ভালো লক্ষণ বলে মনে করা হয়,
• নাভি তে টিকটিকি পড়ার অর্থ
সুয়ে থাকা অবস্থায় যদি নাভিতে টিকটিকি পরে নারী এবং পুরুষ উভয় এর জন্য এটি মঙ্গলকর হয়, বিশেষ করে যারা বাচ্চা নেয়ার জন্য ভাবছেন তাদের পুত্র সন্তান লাভের সংকেত নির্দেশ করে,
• বুকে টিকটিকি পড়লে কি হয়
যদি বুকে টিকটিকি পড়ে নারী ও পুরুষ সবার জন্যই এটি একটি ভালো দিক, সুখ সম্পত্তি জশ খ্যাতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে,
• কিডনিতে টিকটিকি পড়লে
শরীরের এই অংশে টিকটিকি পড়লে অশুভ সংকেত দেয়, রোগ ব্যাধি অসুখ হতে পারে,
• পায়ে টিকটিকি – tiktiki paye porle ki hoy
ছেলেদের ডান পায়ে ও মায়েদের বা পায়ে টিকটিকি পড়লে ভ্রমণের যোগ রয়েছে, মহিলাদের ক্ষেত্রে ডান পায়ে টিকটিকি পড়া অশুভ কোনো রোগ ব্যাধি দেখা দিতে পারে, পায়ের আঙ্গুলের উপর টিকটিকি পড়লে এটিও কোথাও তীর্থ যাত্রা বা বিদেশ যাত্রার জন্য সঙ্কেত দেয়,
• টিকটিকির আওয়াজ শুনলে কি হয় জেনে নিন
ঘরে ঢুকতেই যদি টিকটিকির শব্দ কানে আসে তাহলে এটি শুভ বলে মানা হয়, পূর্ব এবং উত্তর দিক থেকে টিকটিকির আওয়াজ আসলে কর্ম ক্ষেত্রে প্রমোশন হতে চলেছে, রাতের প্রথম প্রহরে অথবা নৈশ ভোজের সময় উত্তর পূর্ব দিক থেকে টিকটিকির শব্দ কানে আসলে বাড়িতে কখনো অন্নের অভাব ঘটবে না, পরিবারের উন্নতি হবে, ধন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে,
আরও জেনে নিন: Kon Sopno Dekhle Ki Hoy কোন স্বপ্নের ফলাফল কি