রাগ এবং অভিমান এই দুটোই হলো এক বিশাল মানসিক অনুভূতি। যার সৃষ্টি হয় মানুষের মন নামক বিষয় বস্তু থেকে। আর এই রাগ এবং অভিমান আমরা আমাদের চারপাশের মানুষজনের সাথে করে থাকি। রাগ আর অভিমানের মধ্যে অনেক পার্থক্য আছে আর সেই বিষয় গুলি নিয়ে আজ আমরা জানব।
রাগ কি ?
এক কথায় যদি রাগের উদাহরণ খুঁজতে চায় তবে রাগের অর্থ হলো একটি মানসিক মনোভাব। যা বিভিন্ন কারণে সৃষ্টি হয়। যেগুলি বেশিরভাগই নেতিবাচক দিক গুলিকে প্রদর্শীত করে। রাগ হলে মানুষ নেতিবাচক কাজে প্রলুব্ধ হওয়ার প্রবণতা বেশি থাকে। অতিরিক্ত রাগের কারণে এক সময় এমনও আসে যে আমরা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলি।
অভিমান কি ?
রাগের থেকে অভিমান আরও বেশি শক্তশালী। এমন বলার কারণ হলো অভিমান হলে মানুষ নিজের প্রতি বেশি কষ্ট অনুভব করে। যে অনুভূতি অনেক মৃদু কিন্তু এর পরিধি অনেক বেশি বিস্তৃত। যা অনেক সময় প্রকাশ করার মত অবস্থা থাকে না, তাই যে বিষয় প্রকাশ করা যায়না সে বিষয় অনেক বেশি কিঠিন ও কষ্টের হয়। অভিমানের মধ্যে অধিকার নামক বিষয়টি জড়িত থাকে। অভিমান তার উপর হয় যার উপর আস্থা থাকে, কিছু সূক্ষ্ম অনুভূতি থাকে ভালোবাসা থেকে।
রাগ ও অভিমানের মধ্যে পার্থক্য কি ?
• রাগ যে কারোর প্রতি রাগের সৃষ্টি হতে পারে কিন্তু অভিমান শুধু কাছের মানুষের প্রতি অভিমান সৃষ্টি হয়।
রাগ হলে প্রতিশোধের ইচ্ছা থাকে অভিমান হলে সব কিছু হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে।
• অভিমান বসবাস করে ভালোবাসায়, কিছু প্রাপ্তির আশায়, মৃদুমন্দ অভিনয়ে। আর রাগ বসবাস করে ক্ষোভ, হিংসা, অজ্ঞতা, প্রতিহিংসার আকাঙ্খায়।
• অভিমান হল মনের অন্তঃপ্রকাশ আর রাগ হল মনের বহিঃপ্রকাশ।
• রাগের মধ্যে ভালোবাসা থাকে না আর অভিমানের মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে।
• রাগের উৎপত্তি হয় ক্রোধ আর হিংসা থেকে আর অপ্রাপ্তি থেকে কিন্তু অভিমানের সৃষ্টি হয় ভালোবাসা থেকে।
• রাগে থাকে হিংসা পরায়ণতা আর অভিমানে থাকে হতাশা।
• রাগ হলে মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় কিন্তু অভিমান হলে সহজে বোঝা যায় না।
সঠিক কথা