Sorirer Kothay til thakle ki hoy মানুষের শরীরের কোন অংশে তিল থাকলে কি হয়? এরকম প্রশ্ন সবার মনেই জাগে‚ আপনি কি জানতে চান দেহের কোথায় তিল থাকলে তার প্রতিক্রিয়া কী হয়? নিম্নে উল্লেখিত কয়েকটি তিল সম্পর্কিত বিষয় জেগুল আপনাকে অবগত করতে সাহাজ্য করবে মানব দেহের কথায় তিল থাকলে তার ফলাফল কেমন হয়,
অনেকে মনে করেন ভাগ্য বলে এখনো কিছু কিছু বিষয় আছে জেগুলকে একেবারেই অবজ্ঞা করা যায় না, তাই এখনো অনেকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে চলেছেন এবং অনেক মানুষ জ্যোতিষশাস্ত্রকে মান্যতাও দেন, বিভিন্ন জ্যোতিষ বিজ্ঞানীরা শরীরের নানান চিহ্ন বিচার করে ও বিভিন্ন কলাশাস্ত্র ব্যবহার করে মানুষের ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করে থাকেন, লক্ষণীয় হল এই যে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগসূত্রগুলি কেবল সম্ভাবনা নির্দেশ করে, চলুন তাহলে আজকের মূল বিষয় শরীরের তিল সম্পর্কে জেনে নেওয়া যাক;
Shorirer kothay til thakle ki hoi
• মাথার ডান পাশে তিল – যে ব্যক্তির মাথার ডান পাশে তিল থাকে সেই ব্যাক্তি জীবনে ধন সম্পত্তির অধিকারী হয়, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সকল ব্যক্তি যদি গরীব পরিবারে জন্ম নিলেও নিজের বিবেক বুদ্ধি ও পরিশ্রম করে আর্থিক উন্নতির সাথে সাথে পরিবারের সকলের জন্য খুশি আনতে সক্ষম হন;
• মাথার বাম পাশে তিল – অন্য দিকে যে ব্যক্তির মাথার বাম পাশে তিল থাকে এরকম ব্যক্তিদের জীবনে প্রতিটি জিনিস অর্জন জন্য কঠোর সংগ্রাম করতে হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে এদের সমস্যার সম্মুখিন হতে হয়;
• ঠোঁটের উপরে ও নীচে তিল – যে ব্যাক্তির উপরের ঠোঁটে তিল থাকে তারা এরকম ব্যক্তি জীবনে অর্থ উপার্জন করতে পারে কিন্তু এরা কামুক প্রবৃত্তির হয়,
যাদের ঠোঁটের নীচে তিল থাকে তারা পরিশ্রম পূর্ণ জীবনের অধিকারী হয়, আর এরকম ব্যক্তি পরিশ্রমের দ্বারা জীবনে সফলতা অর্জনে সক্ষম হন;
• চোখে তিল – যে সকল মহিলা বা পুরুষ দের ডান চোখে তিল থাকে তারা তাদের পার্টনারদের নিয়ে সুখী হয়, এদের জীবনে কোন সমস্যা আসলে দুজনে একসাথে সেই সমস্যার সম্মুখিন করতে অগ্রসর হয়, এরা জীবনে সুখী এবং একে অপরের প্রতি অসিম ভালোবাসা ও স্নেহ প্রবন হয়;
বাম চোখে তিল অবস্থান করলে এরকম ব্যক্তির জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু চিন্তা থেকেই থাকে, এমনিতেই চিন্তা এমন একটা আনুভুতি আমাদের সকল মানুষের জীবনেই চিন্তা থাকে, কিন্তু যাদের বাম চক্ষুতে তিল থাকে তাদের চিন্তা গুলো একটু বিচিত্র ধর্মী হয়। আর এই চিন্তা গুলো পিছু ছাড়তে চায়না;
[quads id=1]
• গালের ডান দিকে দিল – জ্যোতিষ শাস্ত্র অনুসারে যেসকল ব্যক্তির বা পুরুষ ও মেয়েদের গালে তিল হয় এসব ব্যক্তিগন জীবনে একদিন ঐশ্বর্যশালী হয়, এরকম মনে করা হয় যে ব্যাক্তির ডান গালে তিল থাকে সে গরীব ঘরে জন্ম গ্রহন করেও একদিন প্রচুর অর্থের মালিকানা লাভ করেন;
• গালের বাম পাশে তিল – এসকল ব্যক্তি জীবনে যতোই অর্থ ইনকাম করুক এদের জীবনে অর্থের সঙ্কট সব সময় লক্ষ্য করা যায়, কিন্তু এরা সময়ের সাথে সাথে নিজেকে গুছিয়ে নিয়ে চলতে সদা প্রস্তুত থাকে;
আরও বিস্তারিত জানুন কোথায় তিল থাকলে কি হয়
• থুতনিতে তিল – থুতনিতে যাদের তিল থাকে তারা জীবনে অনেক অর্থ উপার্জন করে নিতে সক্ষম, কিন্তু এসকল ব্যক্তিদের তাদের জীবন সঙ্গীর সাথে সম্পর্ক খবু একটা মধুর হয়না;
• কানে – যাদের দুটি কানের মধ্যে যে কোন একটিতে তিল থাকে সেসকল ব্যক্তিকে আবহাওয়া জনিত ব্যাধি গুলো খুব তারাতারি গ্রাস করেতে দেখা যায়;
• গলায় তিল – জীবনে কোন কিছু কাজ বা কোন প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে গলায় তিল অবস্থানরত ব্যক্তিরা অনেক চিন্তা ও ভাবনার মধ্যদিয়ে করেন, এসকল ব্যাক্তিরা অনেক ধৈর্যশীল হয়;
[quads id=1]
• নাকে তিল – শরীরের এই অংশে তিল থাকলে তারা মনের দিক দিয়ে খুবই ভালো হয়। এবং এরা ঘুরতে খুব ভালবাসে, এরা জীবনে সব সময় সুখী থাকতে একটু বেশি পছন্দ করে;
•বুকে তিল – বুকের ডান পাশে তিল: বুকের ডান পাশে তিল থাকলে সেই ব্যক্তি প্রেম জীবন মধুর হয়, এসকল ব্যাক্তিরা জীবন সাথীদের জন্য খুব প্রিয় হয়।
অন্যদিকে যেসকল ব্যক্তিদের বুকের বাম পাশে তিল হয় তারা ছোট ছোট বিষয় নিয়ে আপরের সাথে মত ভেদ করে;
যাদের বুকের মাঝে তিল থাকে সেসকল ব্যক্তিগন বুদ্ধিমান হয়, যে কোন কাজে এরা ধৈর্যশীল হয়, এবং নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে সব রকম কাজ সম্পন্ন করে নিতে এরা সক্ষম, এরা অন্যের জন্য যেসব উপদেশ প্রদান করে তা কার্যকর হয়;
• পেটে তিল থাকলে – উত্তম ভজনের অধিকারী হয় এসকল ব্যাক্তি, যাদের পেটে তিল থাকে তারা ভালো খাওয়া দাওয়া, ভাল সাজ পোশাক ও ভাল থাকা এদের জীবনের প্রমুখ উদ্দেশ্য;
• হাতে তিল – ডান হাতে তিল থাকা ব্যক্তিগন ধনবান ও অর্থবান হয়, ডান হাতে তিল থাকা ব্যক্তিরা অর্থ সঞ্চয় করার পক্ষে খুব উপযোগী হয়,
যাদের বাম হাতে তিল থাকে তারা যতোই অর্থ উপার্জন করুক এসকল ব্যক্তিদের হাতে অর্থ থাকেনা, কোন না কোন ভাবে এরা অর্থের বাহ্যিক খরচ করে ফেলে, তাই এদের জীবনে অর্থের সঙ্কট দেখা দেয়;
• পায়ে তিল – ডান পায়ের কোন অংশে যাদের তিল লক্ষ্য করা যায় তারা অধিক বুদ্ধিমান হয় বলে মনে কারা হয়, এরা নিজের বুদ্ধির জোরে জীবনে সফলতা অর্জন করে নিতে পারে;
যে ব্যাক্তির বাঁ পায়ে তিল থাকে তাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতা দেখা দেয়, তবে এরা তাদের কর্ম ক্ষমতা দ্বারা সহজেই জীবনের সমস্যা গুলোকে অতিক্রম করার সাহস রাখে;
Thank you so much for sharing such a good blog is so convencing that I never stop myself to say something about it.you are doing great.good job and keep it up . wish you all the best.
selfkitchen4u
Hebby hebby
Jodi 2 joner thutni te til thake tahole ki 2 jibonsongir somporko valo hobe ?
DAN HATER OPORE TIL THAKLE KI HOY