এই রিংকেল ফ্রী প্যাকের উপকরণ গুলি কি ভাবে কাজ করে ?
১. চাল (Rice): ত্বকের রিংকেল দুর করতে প্রথমে যে উপকরণটি আমরা নিয়েছিলাম সেটি হলো চাল। চালে প্রোটিন, ভিটামিন, আর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে। যা আমাদের ত্বকের যত্নের জন্য টোনারের কাজ করে। চালের আটা শুকিয়ে যাওয়া চামড়াকে মঈশ্চারাইজার করতে সাহায্য করে। ফলে সময়ের আগে চামড়া গুটিয়ে যাওয়া এবং ত্বকে বলিরেখা পড়া বা রিংকেল দূর করতে সাহায্য করে।
২. দুধ (Milk): ত্বকের রিংকেল দুর করতে ২য় যে উপকরণটি নিয়েছিলাম সেটি হলো দুধ। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। দুধে সমৃদ্ধ ভিটামিন A আর বায়টিন ত্বকের ড্রেইনেসকে দূর করে স্কিনকে হেলদি করে। দুধ চামরার ফাইনলাইনকেও হাল্কা করতে সাহায্য করে।
৩. মধু (Honey): রিংকেল দূরিকনের জন্য তৃতীয় যে উপকরণটি নিয়েছিলাম সেটি হলো মধু। এই মধু একটি অতি প্রাচীন মহাঔষধী বলেও পরিচিত। মধু শরীরের বিভিন্ন ধরনের রোগের উপসমের পাশাপাশি, আমাদের ত্বকের যত্নের জন্যও এটি অন্যতম একটি উপকরণ। মধুর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে যা ড্রাই স্কিনকে সারিয়ে তুলতে সাহায্য করে। আর এর মধ্যে ভিটামিন ও মিনারেল পাওয়া যায় যা ত্বককে হেলদি রাখতে সক্ষম হয়।
৪. ভিটামিন ই ক্যাপসুল (vitamin E capsule): রিংকেল ফ্রী ফেস প্যাক তৈরি করতে চতুর্থ যে উপকরণটি নিয়েছিলাম সেটি হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে অ্যান্টি এজেন্ট প্রপাটি পাওয়া যায় যা আমাদের ত্বক কুচকে যাওয়া থেকে রক্ষা করে এবং চামড়া টানটান রাখতে সহায়তা করে।
• আরও জেনে নিন এখানে ক্লিক করে → উজ্জ্বল ও ব্রণের দাগ মুক্ত ত্বক পাওয়ার ঘরোয়া কৌশল
Comments are closed.